অবতক খবর,৯ সেপ্টেম্বরঃ কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন অঞ্চলে পৌরসভার জমিতে যে কাজ চলছিল অর্থাৎ নতুন দোকান যেখানে তৈরি হচ্ছিল, বিদ্যুতের সংস্পর্শে এসে সেই বিল্ডিং-এর উপর থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হল। মৃতের নাম মিলন দাস‌। মৃত ব্যক্তি কাঁচরাপাড়া ৮ নম্বর ওয়ার্ডের ধরমবীর কলোনী খাল পাড়ের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে মিলন দাস ওই বিল্ডিং-এর উপরে সেন্টারিং-এর কাজ করছিলেন। ‌ ঠিক সেই সময় বিল্ডিং লাগোয়া বিদ্যুতের খুটি থেকে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের সংস্পর্শে তিনি চলে আসেন। বিকট শব্দ হয় এবং তিনি উপর থেকে মাটিতে পড়ে যান। স্থানীয়দের তৎপরতায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে আনা হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য,কাঁচরাপাড়ায় আজ সকালেও বৃষ্টি হয়। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করেই কাজে লেগে পড়েন শ্রমিকরা। কোনরকম সেফটি ছাড়াই তারা কাজ করছিলেন। ঘটে গেল একটি দুর্ঘটনা। এখন প্রশ্ন, এই মৃত্যুর দায় নেবে কে? তার পরিবারের পাশে দাঁড়াবে কে? এইরকম একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এই মৃত্যুকে কেন্দ্র করে।

অন্যদিকে যারা তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাদের অভিযোগ,হাসপাতালের গাফিলতির কারণেই মিলন দাসের মৃত্যু হয়েছে। কারণ হাসপাতালে নিয়ে যাওয়ার সাথে সাথেই তাঁর চিকিৎসা শুরু হয়নি।

এদিকে আশেপাশের ব্যবসায়ীদের অভিযোগ ,কিছুটা জায়গা ছেড়ে বিল্ডিংটি যদি তৈরি হতো তবে এই দুর্ঘটনা ঘটত না। আপনারা গেলেই দেখতে পাবেন যে, প্রায় বলতে গেলে ইলেকট্রিক পোস্টের গা ঘেঁসেই তৈরি হচ্ছে এই বিল্ডিং‌। ওই শ্রমিক কাজ করার সময় তাকে হাই ভোল্টের বিদ্যুৎ টেনে নেয় এবং তাঁর মৃত্যু হয়। একজন তরতাজা যুবকের প্রাণ চলে যায়।