অবতক খবর,২ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়ার ক্রীড়া প্রেমী যুবকরা বিভিন্ন জায়গায় খেলায় অংশগ্রহণ করে কাঁচরাপাড়ার মুখ উজ্জ্বল করছে। শীতকালীন এই সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা হয়। যতদূর সম্ভব যেকটিতে অংশগ্রহণ করা সম্ভব তার সবেতেই অংশগ্রহণ করছে কাঁচরাপাড়ার ছেলেরা। পাশাপাশি কাঁচরাপাড়ার ঝুলিতে আসছে একাধিক জয়ের ট্রফি।
কাঁচরাপাড়ার একটি উল্লেখযোগ্য টিম হল অনিল-১১ টিম। দুইদিন আগে তারা নৈহাটি দোগাছিয়ায় আট দলীয় একটি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টের ফাইনাল খেলা হয় অনিল-১১ এবং নৈহাটি সুলতান-১১ এর মধ্যে।
টসে জিতে নৈহাটি সুলতান-১১ কাঁচরাপাড়া অনিল-১১ কে ৬ ওভারে ৬৬ রানের টার্গেট দিয়েছিল।
কিন্তু কাঁচরাপাড়া অনিল-১১ টিম ৪ ওভারে সেই টার্গেট পূরণ করে এবং জয়ী হয়।
কাঁচরাপাড়া ডাঙ্গাপাড়া থেকে উঠে আসা এই নতুন মুখগুলো সর্বত্রই কাঁচরাপাড়ার নাম উজ্জ্বল করছে। তারা আরও বড় জায়গায় খেলার ইচ্ছা প্রকাশ করেছে এবং সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে।
এই অনিল-১১ টিম জানায়, বর্তমান যুগে সকলেই মোবাইলে আসক্ত। ছোট থেকে বড় সকলকেই মাঠ মুখী হতে হবে। সকলকে আমরা এটাই বার্তা দিতে চাইছি যে, মাঠকে ভুলে গেলে চলবে না। শরীর স্বাস্থ্য ভালো রাখতে খেলা অত্যন্ত জরুরি।