অবতক খবর,১২ অক্টোবর: কাঁচরাপাড়া তথা বীজপুরের সমাজসেবক রূপে এক উল্লেখযোগ্য নাম মলয় ঘোষ। তিনি যেকোন মূল্যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখেন। তিনি তাঁর কার্যকলাপের জন্য প্রায়ই শিরোনামে উঠে আসেন।
ঠিক সেইরকমই আবারো এক অভিনব উদ্যোগ নিলেন তিনি এবং উঠে এলেন খবরের শিরোনামে।
কল্যাণী জয়মালা মেমোরিয়াল হাসপাতাল একটি উল্লেখযোগ্য হাসপাতাল। সেখানে অভিজ্ঞ ডাক্তারেরা রোগীদের উন্নত মানের পরিষেবা দিয়ে থাকেন। এই হাসপাতালের কর্ণধার ডাঃ শুধাংশু রায়। তাঁর অনুপ্রেরণায় এবং কাঁচরাপাড়ার সমাজসেবী মলয় ঘোষের উদ্যোগে এই হাসপাতালের মুকুটে জুড়ল আরও একটি পালক। কলকাতা এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাঃ অতনু পালের তত্ত্বাবধানে এই হাসপাতালের প্রায় ১৫০০ স্কয়ার ফিট জায়গা নিয়ে তৈরি হতে চলেছে ডায়ালিসিস ইউনিট। বলতে গেলে কল্যাণীতে এই প্রথম কলকাতার মতো সুযোগ সুবিধা সহযোগে এই ডায়ালিসিস ইউনিটটি চালু হতে চলেছে এই হাসপাতালে।
ডাঃ অতনু পাল জানান,এই ডায়ালিসিস ইউনিটের সঙ্গে যুক্ত থাকবেন কলকাতা এসএসকেএম হাসপাতালের নেফ্রোলজি (কিডনি) বিভাগের স্বনামধন্য চিকিৎসকরা।
অন্যদিকে এ প্রসঙ্গে মলয় ঘোষ জানান,এই ডায়ালিসিস ইউনিটটি খোলার একটাই উদ্দেশ্য,মানুষ যাতে হাতের কাছেই উন্নত মানের পরিষেবা পান এবং বিপদে যাতে কলকাতায় না ছুটতে হয়। এই কারণেই ডাক্তারবাবুদের সহযোগিতায় আমার এই বিশেষ উদ্যোগ।
ডায়ালিসিস এ জন্য যোগাযোগ করুন Mobile number 9804874358 / 9330148674