অবতক খবর,১১ই ডিসেম্বর : আজ রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার প্রতিবাদে কাঁচরাপাড়ায় মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। এই মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য। এর পাশাপাশি আজ এবিভিপি-র বেশ কিছু সক্রিয় ছাত্র নেতা সহ প্রায় ৫০ জন তৃণমূলে যোগদান করেন।

যারমধ্যে উল্লেখযোগ্য হলেন অভয় কুমার সাউ। বলতে গেলে এই কাঁচরাপাড়া অঞ্চলের এবিভিপি-র সবথেকে পুরনো ছাত্রনেতা অভয় কুমার সাউ। তিনি জানান,’আমি বহুদিন ধরেই এবিভিপি-র দলের সঙ্গে যুক্ত।

কিন্তু এই দল যেমনটা কথা দিয়েছিল তেমনটা কথা রাখেনি। এই দলের সাংগঠনিক দল নেই। এখন এই দলে গোষ্ঠীবাজি এবং পয়সার খেলা চলছে। এই দলে নীতি আদর্শ বলে এখন আর কিছুই নেই। সেই কারণে আমি দল ছাড়তে বাধ্য হয়েছি।’

এছাড়া আজ অভয় কুমার সাউয়ের সঙ্গে তৃণমূলে যোগদান করেন কাঁচরাপাড়া কলেজ এবিভিপি-র আকাশ মাহাতো, অঙ্কিত সাউ, ভাস্কর মল্লিক, সুমিত সরকার, শুভম কেরালি, পাপ্পু কুমার মাঝি, অভিনব সাউ,বিজয় প্রসাদ সহ প্রায় ৫০ জন।