অবতক খবর,১লা মে: কাঁচরাপাড়ার করোনা পরিস্থিতি সম্পর্কে সম্যক ধারণা করা যাচ্ছে না। কারণ প্রশাসনিকভাবে অর্থাৎ পৌর প্রশাসন এবং থানা প্রশাসন এ ব্যাপারে নির্বিকার এবং তাদের কোনো সক্রিয় উদ্যোগ দেখা যাচ্ছে না। কাঁচরাপাড়া পৌরসভার ওয়েব সাইট থেকে দেখা যাচ্ছে যে ১৩ই এপ্রিল পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১০০৫। তারপর কোন আপডেট নেই। একে জনসংযোগ বলে কিনা জানা নেই। অন্যদিকে কল্যাণী পৌরসভা তাদের আপডেট দিচ্ছে এবং করোনা পরিস্থিতি সম্পর্কে জনগণকে সর্তকতা অবলম্বন করার জন্য আবেদন জানাচ্ছে।

অন্যদিকে করোনা পরিস্থিতি সম্পর্কিত কাঁচরাপাড়ার খবর ডাঙাপাড়া অধ্যূষিত ১৯ নং ওয়ার্ডে প্রান্তিক ক্লাবের পেছনে একটি বাড়িতে গতকাল রাত দশটার সময় করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃতদেহ ঘরে পড়ে রয়েছে। সেই বাড়ি থেকে পরিবারের লোকেরা চলে গেছে। সকালে বাড়ির লোকজন ফিরে এসেছে। থানায় খবর দেওয়া হয়েছে। থানা থেকে বাড়ি প্রদর্শন করে গিয়েছে।
থানা জানাচ্ছে যে, পৌর প্রশাসন এর সঙ্গে যোগাযোগ করুন। এদিকে পৌর প্রশাসন কিভাবে কি করতে হবে তার কোন সদর্থক প্রক্রিয়া নেই, অ্যাম্বুলেন্স নেই। বাড়ির লোকজন প্রতিবেশীদের সাহায্য চাইছেন। কিন্তু কেউই এগিয়ে আসছেন না।

এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে কাঁচরাপাড়ায়। আরও খবর কাঁচরাপাড়ায় করোনা বিভিন্ন ওয়ার্ডে ক্রমাগত ছড়াচ্ছে।এ ব্যাপারে পৌর প্রশাসন এবং থানা প্রশাসনের ভূমিকা কি তা সঠিক বোঝা যাচ্ছে না।