অবতক খবর,১৪ আগস্ট: আজ দোকানপাট খোলার বিষয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় পৌরসভায়। এই সভায় উপস্থিত ছিলেন পৌর কর্তৃপক্ষের পক্ষে পৌর প্রশাসক সুদামা রায়, ই ও তাপস মণ্ডল, অশোক মন্ডল, সুভাষ চক্রবর্তী এবং থানা প্রশাসন প্রতিনিধি। অন্যদিকে উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
আজ বিশেষভাবে পর্যালোচনা করা হয়ৎঅন্যান্য শহরের দোকানপাট খোলার সময় সীমার বিষয় নিয়ে। সেই সমস্ত দিক বিবেচনা করে কাঁচরাপাড়ার দোকানপাট খোলার যে সময়সীমা ছিল তা পরিবর্তিত হয়ে গেল।
১৭ আগস্ট থেকে সব্জি অর্থাৎ বাজার খোলা থাকবে সকাল ৬টা থেকে ১টা পর্যন্ত। মুদিখানা দ্রব্যাদি সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত এবং অন্যান্য দোকানপাট খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত।
এই মর্মে ব্যবসায়ী সমিতির সদস্যদের জানিয়ে দেন পৌর প্রশাসক সুদামা রায় এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সেই সিদ্ধান্ত মেনে নেন।
এদিকে কিছু ব্যবসায়ী অভিযোগ করেন, অনেক ব্যবসায়ী চাইছিলেন না সময়সীমা বাড়াতে,কেন জানিনা। তারা আরো বলেন,আসলে তাদের বিক্রিবাট্টা তেমন নেই, দোকানে কর্মচারীও তেমন নেই। তাদের এস্টাব্লিশমেন্ট খরচও কম। তাই হয়তো তারা সময়সীমা বাড়াতে গররাজি ছিলেন।