অবতক খবর,২৪ ফেব্রুয়ারিঃ অদ্ভুত পরিস্থিতি চলছে এই কাঁচরাপাড়া শহরে। নেতা মন্ত্রী থেকে শুরু করে সমাজকর্মী সকলের একটাই বার্তা-জল অপচয় বন্ধ করুন। জল অপচয় রুখতে একের পর এক উদ্যোগ নিতে দেখা যায়। কিন্তু কাঁচরাপাড়া কলেজ মোড়ে গেলেই দেখা যায় জল অপচয়ের করুণ দৃশ্য।
প্রায় ১ মাস ধরে রাস্তার একটি গর্ত থেকে বেরোচ্ছে জল। জলে ভেসে যাচ্ছে রাস্তাঘাট। সাধারণ মানুষ থেকে শুরু করে পথচারীরা প্রতিদিনই আতঙ্কে থাকছেন যে, কোন দুর্ঘটনা না ঘটে। কারণ জলের কারণে রাস্তাঘাট পিচ্ছিল হয়ে আছে।
পাশাপাশি আশেপাশের ব্যবসায়ীদের অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। দোকানের সামনে জমে থাকছে জল।
কলেজ মোড়ে গেলেই আপনি দেখতে পাবেন যে, কিভাবে জল অপচয় করা হচ্ছে। এতদিন ধরে জল অপচয় হচ্ছে,তবুও হুঁশ নেই নগর প্রশাসনের। কেন তারা এই জল আটকানোর ব্যবস্থা করছেন না,তা বোঝা যাচ্ছে না। এর আগেও আমরা সংবাদের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছি। কিন্তু তবুও হুঁশ ফিরল না নগর প্রশাসনের।
ফের ওই অঞ্চলের মানুষ আরো একবার এই বিষয়টি আমাদের সংবাদের মাধ্যমে তুলে ধরার আবেদন জানান।
তারা বলেন, প্রচুর জল এখানে অপচয় হচ্ছে। যারা বড় বড় গাড়ি করে রাস্তা দিয়ে চলে যান,তারা কিভাবে বুঝবেন আমাদের কষ্ট।
অন্যদিকে কাঁচরাপাড়া ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর রিঙ্কু সিংহ রায় জানান, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান হবে।
কিন্তু এখন প্রশ্ন,আর কতদিন? কবে হবে সমস্যার সমাধান? কবে বন্ধ হবে জল অপচয়।