অবতক খবর,৭ জুন: কাঁচরাপাড়া শহরের গণেশ চুরি হয়ে গেল নাকি গণেশ নিজেই রুষ্ঠ হয়ে চলে গেলেন? কাঁচরাপাড়া গান্ধীমোড় সংলগ্ন অঞ্চলে অর্থাৎ খাদিমস্ এর সন্নিকটে ব্যবসায়ীরা ছোট্ট একটি মন্দির গণেশ মূর্তি রেখেছিলেন। দীর্ঘ বছর এই গণেশ মূর্তি রাখা ছিল। উদ্দেশ্যে একটাই, সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই যাতে পুজো করতে পারেন,ঠাকুরের দর্শন করতে পারেন। কিন্তু আজ হঠাৎই দেখা গেল গণেশ উধাও।
তবে ব্যবসায়ীরা জানান,গণেশ মূর্তিটি আমরা বসিয়েছিলাম ঠিকই কিন্তু ঠিকমতো পূজার্চনা করতে পারতাম না। হয়তো সেই কারণেই তিনি আমাদের প্রতি রুষ্ঠ হয়ে চলে গেছেন।
কিছু কিছু ব্যবসায়ীরা বলছেন,কোন বাচ্চা হয়তো গণেশটি নিয়ে চলে গেছে।
তবে আসলে ঠিক কি ঘটেছে তা তো গণেশই ভালো বলতে পারবেন।