অবতক খবর,৭ জুলাই: গতকাল বিকেলে কাঁচরাপাড়া গান্ধী মোড় সংলগ্ন অঞ্চলে এপিডিআর বীজপুর এবং কল্যাণী শাখার উদ্যোগে ভারত রাষ্ট্রের দ্বারা পরিকল্পিতভাবে স্টান স্বামীকে হত্যার বিরুদ্ধে একটি ধিক্কার সভা ও মিছিলের আয়োজন করা হয়। এই সভায় এপিডিআর-এর বিভিন্ন বক্তারা এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জ্যোতিপ্রকাশ চক্রবর্তী স্টান স্বামীকে হত্যা ও সমস্ত রাজনৈতিক বন্দিদের নিঃর্শতে মুক্তির দাবিতে নিজ নিজ বক্তব্য রাখেন। এছাড়াও সভা শেষে একটি ধিক্কার মিছিল শহর পরিক্রমা করে।
সভায় উপস্থিত সকলেরই দাবি ছিল বন্দি মুক্তিকে ওয়ান পয়েন্ট প্রোগ্রাম করে লাগাতার কেন্দ্রীয়ভাবে এবং শাখাগতভাবে কর্মসূচি নেওয়া দরকার।