অবতক খবর,২১ ফেব্রুয়ারি: বাগমোড় থেকে কাঁচরাপাড়া স্টেশন রুটের অটো ড্রাইভাররা এতটাই গতিতে অটো ছোটান যে তাদের বিরুদ্ধে সম্প্রতি একাধিক অভিযোগ উঠে এসেছে।
আজ সন্ধ্যা সাতটা নাগাদ কাঁচরাপাড়া গান্ধীমোড় সংলগ্ন আগরওয়ালা বেডিং এর সামনে একটি অটো বাইক আরোহীকে ধাক্কা মারে। আর এতে বাইকে সওয়ার প্রায় তিন বছর বয়সী এক ছোট্ট শিশু গুরুতর আহত হয়েছে।
ঘটনার আকস্মিকতায় চমকে ওঠেন পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা। সঙ্গে সঙ্গে তারা অটো ড্রাইভারকে ধরে রাখেন এবং বীজপুর থানায় খবর দেন।
সম্প্রতি এই অটোর গতিকে কেন্দ্র করে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটে গেছে শহরে। তা সত্ত্বেও গতি নিয়ন্ত্রণ করতে পারেননি ড্রাইভাররা। আর আজ আবারো আরও একটি দুর্ঘটনা ঘটে গেল। এই রুটে অটো ড্রাইভাররা মানুষকে মানুষ বলেই জ্ঞান করেন না। ভাবখানা এমন যেন বাগমোড় থেকে স্টেশন অব্দি যেন তেনো প্রকারে অটো ছোটানোটাই তাদের মূল লক্ষ্য।
বিধায়ক এবং কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যানের দৌলতে সুন্দর ব্যবস্থাপনা শহরে থাকলেও কাঁচরাপাড়া স্টেশনের মুখে একেবারে বিশৃঙ্খলা তৈরি করে রেখেছেন এই অটোর ড্রাইভাররা। শুধু অটো ড্রাইভাররাই নন স্টেশনের মুখে সাইকেল বাইক ইত্যাদি এমন ভাবে গ্যাঞ্জাম করে রাখা হয় যে মাঝে মাঝে মানুষ ঢুকতে পারেন না। যদিও ঐ চত্বর পৌরসভার আওতায় আসে না। তবে রেল কর্তৃপক্ষ এদিকে কেন নজর দেন না তা সকলেরই অজানা।
পথচারী থেকে শুরু করে ব্যবসায়ীরা সকলেই অটোর এই গতি নিয়ে বারংবার অভিযোগ করেছেন। তারা প্রশাসনকে অনুরোধ করেছেন এই বিষয়টির দিকে বাড়তি নজর দেওয়ার। পাশাপাশি খাদিমস্-এর সামনে যদি একটি বাম্পারের ব্যবস্থা করা হয় সেই অনুরোধও রেখেছেন আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে।