অবতক খবর , অনুপ কুমার মন্ডল , নদীয়া : নদীয়ার কল্যাণী ব্লকের অন্তর্গত কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের মুরাতীপুরে পথশ্রী অভিযানের প্রকল্প আনুষ্ঠানিক সূচনা হলো। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের সহযোগিতায় রাজ্যজুড়ে ১২০০০ কিমি রাস্তা পুনঃ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য গৃহীত অভিনব প্রকল্প পথশ্রী অভিযান শুরু করেছেন। সেই কারণে পথ নির্মাণ প্রগতির অভিযানের এই পর্যায়ের শুভ সূচনা হলো। পথশ্রী অভিযান প্রকল্পের আওতায় মুরাতিপুর থেকে মুরাতিপুর প্রাইমারি স্কুল পর্যন্ত রাস্তা শুভসূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী বিধানসভার বিধায়ক রমেন বিশ্বাস ,কল্যাণী পঞ্চায়েত সমিতির সভাপতি, কল্যাণী ব্লক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মদক্ষ অসীম কুমার মন্ডল। কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ সিং এবং জেলা পরিষদের সদস্য ও কল্যাণী সমষ্টি উন্নয়ন আধিকারিক ও যুগ্ম আধিকারিক।