অবতক খবর,২৩ জুনঃ কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চর যাত্রাসিদ্ধি গ্রামের একটি কাঠের ব্রিজ তৈরি করা হয়েছিল কন্ট্রাক্টরের মাধ্যমে প্রায় ছয় থেকে সাত মাস আগে। তবে ইতিমধ্যেই তিনবার ভেঙেছে ব্রিজ। সেই ব্রিজের এখনো আরো বেশি বেহাল অবস্থা হয়ে রয়েছে।
বিগত দিনে গ্রামের একজন মহিলা ওই কাঠের ব্রিজের উপর দিয়ে যাওয়ার কাঠ ভেঙ্গে পা ঢুকে যায় এবং তাঁর পা ভেঙে যায়। পাশাপাশি তাঁর বুকেও চোট লাগে। স্থানীয়দের সহযোগিতায় তাঁকে তড়িঘড়ি হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য।
স্থানীয়দের দাবি, এই ব্রিজ যদি ভাল থাকতো এই মহিলার পা ভাঙতো না। এই তো পঞ্চায়েতের এই অবস্থা। ভোটের আগেই এমন হচ্ছে, ভোটের পর আবার কি করবেন নেতৃত্বরা!!
স্থানীয় নেতৃত্বদের প্রতি এমনই কটূ কথা বলেন স্থানীয় অধিবাসীরা।
শুধু এই ব্রিজ নয়,কাঁচরাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের রাস্তাঘাটও যথেষ্ট খারাপ বলে বলেই জানিয়েছেন অধিবাসীরা।