অবতক খবর,২৫ আগস্ট :: আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের একটা আবেগের দিন। তাই এই দিনটির প্রস্তুতিতে লেগে পড়েছে কাঁচরাপাড়া কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ শহর জুড়ে দেওয়াল লিখন,হোর্ডিং লাগানো হল।
২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। উক্ত দিনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেইদিন তার বক্তব্য শোনার জন্য উদগ্রীব ছাত্র পরিষদের প্রত্যেকটি সদস্য।
এ প্রসঙ্গে ছাত্র নেতা সৌগত ঘোষ বলেন,”২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এটি আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কাছে একটি বিশেষ দিন। প্রতিবছর এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি।আমরা অপেক্ষা করি এই কারণেই যে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল ছাত্র পরিষদ নিয়ে এবং ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন।
ছাত্র পরিষদকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো যায় , তিনি সেই সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি যেমন বাংলার প্রতিটি মানুষের কথা ভাবেন, তেমনি তিনি বিশেষ নজর দেন ছাত্র-ছাত্রীদের উপর। কারণ ছাত্র-ছাত্রীরাই আগামীর ভবিষ্যৎ।
এমন পরিস্থিতি তে কাঁচরাপাড়া তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে ২৮শে আগস্টের-এর প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গেছে। চলছে হোর্ডিং লাগানো,দেওয়াল লিখন ও ছাত্র ছাত্রীদের বোঝানোর কাজ । করোনা পরিস্থিতির কারণে এ বছরও ভার্চুয়ালি বক্তব্য রাখবেন নেত্রী।”