অবতক খবর,১ জুন: আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা সন্দেশখালি। ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি যে সেখানকার মানুষের মাথার উপর ছাদ নেই, বেঁচে থাকার জন্য খাবার নেই। বলতে গেলে সেখানকার জনজীবন কার্যত স্তব্ধ। বিভিন্ন জায়গা থেকে মানুষ ত্রাণ পৌঁছে দিচ্ছেন সেখানে।‌আর এবার বীজপুর তথা কাঁচরাপাড়া থেকে ত্রাণ সামগ্রী নিয়ে সন্দেশখালি পৌঁছলেন যুব নেতা তথা সমাজসেবী মলয় ঘোষ। আজ সকাল ৭টা নাগাদ মলয়বাবু ত্রাণ সামগ্রী নিয়ে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেন,বেলা ১১টা নাগাদ তিনি পৌঁছে যান। এ প্রসঙ্গে মলয়বাবু জানান, সন্দেশখালির মানুষের জন্য উদ্বিগ্ন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে তিনি তাঁর কিছু কর্মীদের সেখানে ত্রাণ দিয়ে পাঠান। আর সেই কর্মীদের মধ্যে ছিলাম আমিও। আমার কাছে ফোন আসে যে আমাকে ত্রাণ নিয়ে সন্দেশখালির মানুষের পাশে দাঁড়াতে হবে। সেইমতো আজ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সন্দেশখালি যাই। সেখানে ত্রাণ দেওয়ার সময় মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শোনা যায়। আমরা তাদের কথা দিয়েছি যে আমরা যেকোন পরিস্থিতিতে তাদের পাশে আছি।’