অবতক খবর,১৪ আগস্ট: আজ কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে পালিত হল কন্যাশ্রী দিবস।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী,কাঁচরাপাড়া পৌরসভার মুখ্য প্রশাসক সুদামা রায়, প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য মাখন সিনহা, অশোক মন্ডল,ইও সঞ্জীব বরুয়া,ওয়ার্ড কো-অর্ডিনেটর আলোকময় লাহিড়ী সহ অন্যান্য নেতৃত্ব ও পৌর কর্মচারীবৃন্দ।
আজ কন্যাশ্রী দিবসে কাঁচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে কন্যাশ্রী সংক্রান্ত ব্যানার লাগিয়ে একটি ট্যাবলো বের করা হয়, যা শহর পরিক্রমা করে এই দিবস সম্পর্কে মানুষকে বিস্তারিত জানায় এবং অবগত করে।
এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুবোধ অধিকারী বলেন, “কন্যাশ্রী প্রকল্প বিশ্বের দরবারে সেরা স্বীকৃতি পেয়েছে।
মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে আজ পশ্চিমবঙ্গের বহু মেয়ে স্বাবলম্বী হয়েছে।
শুধু এই প্রকল্পটি নয় মুখ্যমন্ত্রীর প্রতিটি প্রকল্পের মাধ্যমে আজ বঙ্গবাসী উপকৃত।”
এই দিবস সম্পর্কে বলতে গিয়ে পৌর প্রশাসক সুদামা রায় এবং মাখন সিনহা বলেন, প্রতিটি মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার। আর আমাদের মুখ্যমন্ত্রী তাদের স্বাবলম্বী করতে এই কন্যাশ্রী প্রকল্প এনেছেন।
কারণ তিনি নিজে একজন নারী। আর তিনি বোঝেন যে, নারীদের স্বাবলম্বী হওয়া তথা নিজের পায়ে দাঁড়ানো কতটা প্রয়োজন।
এই কন্যাশ্রী প্রকল্পের অর্থে বহু মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পেরেছে আর শিক্ষার মাধ্যমেই আমাদের সমাজ এগিয়ে যাবে।