অবতক খবর,৩ আগস্ট: আজ কাঁচরাপাড়া পৌরসভা রাখী বন্ধন দিবস পালন করে। সরকারের নির্দেশ অনুযায়ী যুব কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় এই দিবসটি সংস্কৃতি দিবস হিসেবে পালিত হয়। ‌

আজ করোনা সংক্রান্ত বিধি নিষেধের মান্যতা দিয়ে পৌর কর্মীদের সমবেত করে এই অনুষ্ঠানটি পালিত হয়। বর্তমান পরিস্থিতিতে
এই অনুষ্ঠানটির কেন গুরুত্ব,এই করোনা কালে মানুষের সঙ্গে মানুষ যে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং বিগত কয়েক বছরের মত এটাকে নাগরিক উৎসব হিসাবে পরিণত করা যাচ্ছে না এবছর,সেটি বিশদভাবে বুঝিয়ে বলেন পৌরসভার তত্ত্বাবধায়ক দেবাশিস রায়।

পরবর্তীতে পৌর প্রশাসক সুদামা রায় এই দিনটি তাৎপর্য ও করোনা সংক্রান্ত যে সমস্ত বিধি নিষেধগুলো রয়েছে সেগুলো পৌর কর্মচারীদের মানার জন্য নির্দেশ দেন। তিনি জানান, এই বিষয়ে সরকার যতটাই সতর্ক করুক না কেন নিজে থেকে সচেতনতা তৈরি না হলে এই রোগকে প্রতিরোধ করা যাবে না। ‌

এরপর পৌর প্রশাসক এবং কর্মীরা উপস্থিতজনের হাতে এবছর আর রাখী নয়, মাস্ক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
ই.ও তাপস মন্ডল, ডাঃ গৌতম সাহা, এফ.ও প্রদীপ দাস,প্রাক্তন উপ পৌর প্রধান মাখন সিনহা,৭ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব সাহা, ১০ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বরিষ্ঠ নেতা সুভাষ চক্রবর্তী,২৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অশোক মণ্ডল প্রমুখ।