অবতক খবর,৮ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়া পৌরসভা সূত্রে জানা গিয়েছে যে, কাঁচরাপাড়া অধিবাসী ১৮ হাজার নাগরিক স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং তারা ইতিমধ্যেই স্বাস্থ্যসাথী-র ১৫ হাজার কার্ড জনগণের হাতে তুলে দিয়েছেন।
অন্যদিকে ইও তাপস মন্ডল জানান, আমরা আরও দ্রুত চেষ্টা করছি বাকি কার্ড যাতে দ্রুত অধিবাসীদের হাতে তুলে দেওয়া যায়। তিনি এর সঙ্গে জানান যে এই ১৮ হাজারের মধ্যে ২ হাজার নাগরিকের নাম দুবার লিপিবদ্ধ করা হয়েছিল, আমরা সেগুলো বাছাই করছি এবং তারা যে দুবার আবেদন করেছেন, তা ঠিকঠাক করে নিয়ে তাদের হাতেও স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেবার চেষ্টা করছি। তিনি নাগরিকদের উদ্দেশ্যে জানান, এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য যারা এখনো আবেদন করতে পারেননি, তারা আবেদন করতে পারবেন এবং এই স্বাস্থ্যসাথী কার্ড পাবার জন্য কোনো সময়সীমা নির্ধারিত হয়নি। পরবর্তীতে নির্বাচন কমিশন কি নির্দেশ দেন সেই নির্দেশের অপেক্ষায় আমরা রয়েছি। তারা নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্বাস্থ্যসাথী কার্ড বিতরণ পর্ব চলবে।