অবতক খবর,৬ মার্চ: কাঁচরাপাড়া পৌরসভা সামাজিক একটি কর্মসূচি গ্রহণ করেছিল। কাঁচরাপাড়ার ২৪টি ওয়ার্ডের দুঃস্থ পিছিয়ে পড়া মানুষদের শীতবস্ত্র চাদর প্রদান কর্মসূচী ছিল সেটি। এটি শুরু হয়েছিল ২রা জানুয়ারি, তার সমাপ্তি অনুষ্ঠান হল আজ ৬ মার্চ।

অঞ্চলের আড়াই হাজার পিছিয়ে পড়া মানুষকে চাদর বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন ২ জানুয়ারি পৌর প্রধান সুদামা রায়।

উল্লেখযোগ্যভাবে ২৯শে জানুয়ারির রাত বারোটার পর যে সমস্ত পথচারী,স্টেশনবাসী শীতার্ত, আশ্রয়হীন অবস্থায় এইসব অঞ্চলে রাত্রিযাপন করেন,তাদেরও চাদর বিতরণ করা হয়। এইজন্য একটি বিশেষ কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচির নেতৃত্ব দেন উপ পৌর প্রধান মাখন সিনহা। তাঁর সহযোগী হিসেবে এনএসএপি বিভাগের কাজকর্মের সঙ্গে যুক্ত অর্থাৎ সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত যে সমস্ত কর্মীরা, তারা তার সঙ্গে সহযোগিতা করেন। তাদের সঙ্গে সহযোগিতায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন শিবু শীল, প্রধান করণিক তপন মজুমদার এবং একাউন্টেন্ট কাঞ্চন নাথ।

রাত্রি বারোটার পর কাঁচরাপাড়ার বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন রাস্তায় এবং প্লাটফর্মে যারা শীতবস্ত্রহীন অবস্থায় শুয়ে আছেন তাদের মধ্যে তারা এই চাদর প্রদান করেন। এই পথবাসী এবং স্টেশনবাসীর সংখ্যা ছিল ১২৯ জন।

সুদামা রায় বলেন, নাগরিক পরিষেবা দেওয়ার সঙ্গে সামাজিক দায়বদ্ধতায় আমরা এই চাদর প্রদান কর্মসূচিটি গ্রহণ করেছি। পরবর্তীতে এই ধরনের জনকল্যাণমূলক আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

অন্যতম সহযোগী শিবু শীল জানান যে, আমরা এই যে গভীর রাত্রে মানুষের কাছে যাচ্ছি এতে নিজেদের একটা অভিজ্ঞতা হচ্ছে এবং এইসব পথবাসী স্টেশনবাসী মানুষের সঙ্গে আমাদের একটা যোগাযোগ ঘটছে। এটা অস্বীকার করার উপায় নেই এই সামাজিক দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও আনন্দের অংশীদার হচ্ছি।