অবতক খবর,২৫ জুন: আজ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করা হল কালা দিবস। ১৯৭৫ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত যে এমার্জেন্সি হয়েছিল, সেই সময়ের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁকে কোর্টে যেতে হয়েছিল এবং সেই সময়কালীন ভারতীয় জনসংঘের দুই প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদভানিকে গ্রেপ্তার করা হয়। আর তারই প্রতিবাদে আজ বিজেপির পক্ষ থেকে কালা দিবস পালন করা হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর জেলার জেনারেল সেক্রেটারি বিনোদ শর্মা, বিজেপি জেলা এসসি মোর্চার প্রেসিডেন্ট অমিত মন্ডল, কাঁচরাপাড়া মন্ডল ১-এর প্রেসিডেন্ট অতীন ভৌমিক, কাঁচরাপাড়ার বিজেপি যুব নেতা সোনু সিং, শেখর, সুরজিৎ কবিরাজ অরিন্দম বিল্টু সহ অন্যান্য বিজেপি কর্মী বৃন্দ।