অবতক খবর,১৭ সেপ্টেম্বর: আজ কাঁচরাপাড়া লেনিন সরণিস্থিত সিটি লাইফের সামনে কাঁচরাপাড়া বিজেপি মন্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭০তম জন্মদিবস পালন করা হয়।

‌যেহেতু আজ ছিল তাঁর ৭০তম জন্মদিন তাই ৭০ জনের মধ্যে ৭০টি স্যানিটাইজার, মাস্ক,একটি করে শাড়ি এবং আনন্দসূচক উৎসব হিসেবে লাড্ডু বিতরণ করা হয়। মূল উদ্যোক্তা ছিলেন প্রাক্তন মন্ডল সভাপতি সমর দাস,প্রাক্তন মন্ডল সভাপতি সুশান্ত বালা এবং বিজেপি নেতা দিব্যেন্দু রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি উমা শঙ্কর সিং। অনুষ্ঠানে বিজেপি দলভুক্ত বিধায়ক শুভ্রাংশু রায়কে দেখা যায়নি।

আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার আজ জাতীয় বেরোজগারি দিবস। কিন্তু এদিন ভারতবর্ষের অন্যতম ব্যক্তিত্ব নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হল, কিন্তু আজ জাতীয় বেরোজগারি দিবসকে তেমন গুরুত্ব দেওয়া হল না। এই অনুষ্ঠানের বক্তাদের কথাবার্তায় এই যে বেকার সমস্যা, সেই বিষয়ে কোনো কথাই উঠলো না। এর কারণ কি? বর্তমান করোনা পরিস্থিতিতে এমনিতেই পরিযায়ী শ্রমিকেরা ঘরে ফিরে এসেছে এবং তারা আবার কর্মসংস্থানের জন্য তাদের নির্দিষ্ট জায়গায় অর্থাৎ কর্মস্থলে ফিরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু আজকের দিনে সেইদিকে কোন গুরুত্ব দেওয়া হল না এবং সে ব্যাপারে বিজেপির পক্ষ থেকে কোনরকম আলোচনা শোনা গেল না। এ নিয়ে জনমনে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

নির্বোধ জনগণ আর কতদিন নিজেদের কথা না ভেবে এইভাবে নেতাদের জন্মদিন পালন করে যাবে?