অবতক খবর,১০ জানুয়ারি: আগামী ১৩ই জানুয়ারি শ্রী শ্রী মহাযোগী ত্র্যৈলঙ্গনাথ স্বামীর আবির্ভাব ও তিরোভাব তিথি উপলক্ষে বিশ্বনাথ স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় লিচুবাগান অঞ্চলে নর্মদা শিব লিঙ্গের প্রথম বার্ষিকী রুদ্রাভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে।
এই কোভিড পরিস্থিতিতে যেহেতু বেশি জমায়েত করা যাবে না, সেই কারণে এই অনুষ্ঠানে বিধিনিষেধের ওপর কড়া নজর রাখা হবে। এছাড়াও আপনারা এই অনুষ্ঠান তথা রুদ্রাভিষেক এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞ লাইভ দেখতে পাবেন অবতক-এর পর্দায়।
এ বিষয়ে বিশ্বনাথ স্মৃতি সংঘের সদস্যরা জানান, “বর্তমান পরিস্থিতিতে জমায়েত করা একেবারেই উচিত নয়। আর এইরকম একটি পুজোতে জমায়েত হবে তা সকলেই জানেন। জমায়েত যাতে না হয়, মানুষের মধ্যে যাতে সংক্রমণ না ছড়ায় সেই কারণেই আমরা এই অনুষ্ঠানের লাইভ সম্প্রচারের ব্যবস্থা করেছি। ১৩ই জানুয়ারি সকলে ঘরে বসেই অবতক-এর পর্দায় এই পুজো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পাবেন।”