অবতক খবর,১৬ মার্চ:  উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার অন্তর্গত কাঁচরাপাড়া লেকটাউনে আরপিএফ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করলো। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে রেল কারখানার বেশ কিছু জিনিসপত্র।

এ প্রসঙ্গে আরপিএফ আধিকারিক এম.কে সিং বলেন, গোপন সূত্রে তারা খবর পেয়েছিলেন কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে লেকটাউনে বিদ্যানন্দ শর্মা নামক জনৈক ব্যক্তির গোডাউনে রেলের কিছু মালপত্র গাড়িতে লোড করা হচ্ছে। এরপর আরপিএফ এবং সিবাইআই-এর একটি টিম যৌথভাবে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকেই সাত জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে কাঁচরাপাড়া রেল কারখানার থেকে চুরি যাওয়া এক লক্ষ ৩৫ হাজার টাকার মালপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের নাম সঞ্জয় সাউ, সুকুমার সরকার, শেখ শরীফ, শামসুল ধনিয়া, সুনীল কুমার হরিজন এবং সুনীল কুমার সাউ। ধৃতরা তিলঘড়িয়া এবং হালিশহরের বাসিন্দা।

অন্যদিকে সূত্রের খবর,এই ঘটনায় কাঁচরাপাড়া ভূতবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে আরও দুজনকে। জানা গেছে ধৃত দুজন ভূতবাগানেরই বাসিন্দা। শহরের বিভিন্ন জায়গায় এইরকম অভিযান চালাচ্ছে আরপিএফ।