অবতক খবর,৫ জুন: পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাার্য্যের নির্দেশে এবং কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর সহযোগিতায় আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হল শহরজুড়ে। সেই উপলক্ষে কাঁচরাপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা আজ বৃক্ষদান কর্মসূচি পালন করল জায়গায় জায়গায়। পথচলতি মানুষদের হাতে তারা তুলে দিলেন চারা গাছ।

এ প্রসঙ্গে কাঁচরাপাড়া শহর ছাত্র সভাপতি অরিন্দম অধিকারী বলেন, আমরা সমাজবদ্ধ জীব, এই সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে পরিবেশ আমাদের এতকিছু দিয়ে থাকে, আমাদের প্রত্যেকের উচিত পরিবেশের খেয়াল রাখার। আর যেভাবে দিনে দিনে উষ্ণায়ন বাড়ছে তাতে এই সমস্যার সমাধান একমাত্র বৃক্ষরোপণ। তাই আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা পথচারী মানুষদের হাতে তুলে দিলাম চারাগাছ। এই চারাগাছটি তারা যদি রোপণ করেন তবে তা একটি পরিপূর্ণ বৃক্ষে পরিণত হবে এবং তা থেকে আমরা অক্সিজেন পাবে। এছাড়াও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।