অবতক খবর,৬ ফেব্রুয়ারি: সর্বভারতীয় কৃষক বিদ্রোহ চলছে দিল্লির সীমান্তবর্তী অঞ্চলে। বিশেষ করে হরিয়ানা, পাঞ্জাব, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের লাখো লাখো কৃষকরা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করছেন। তার সঙ্গে রয়েছেন মহারাষ্ট্র এবং অন্যান্য রাজ্য থেকে আসা কৃষকবৃন্দ। দু’মাস অতিক্রান্ত করেছে এই কৃষক বিদ্রোহ।
তাদের আজকের কর্মসূচি ছিল সর্বভারতীয় চাক্কা জ্যাম অভিযান। দিল্লির কৃষক বিদ্রোহের সংহতিতে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কাঁচরাপাড়া সিপিআইএম। তারা কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে জোনপুর মোড়ে, হাজিনগর মাড়োয়ারি কল অঞ্চলে চাকা জ্যাম অভিযান সম্পন্ন করে। এতে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিতও বরিষ্ঠ নেতা শম্ভু চ্যাটার্জি, ছাত্র যুব সংগঠন এবং অন্যান্য সিপিআইএম সদস্য ও কর্মীরা।
এখানে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের বচসা ও ধাক্কাধাক্কি চলে। কারন পুলিশ এই অবরোধ আন্দোলন উঠিয়ে নিতে তাদের বলেন।