অবতক খবর,২০ সেপ্টেম্বর: কাঁচরাপাড়া স্টেশন রোডে আজ থেকে শুরু হল পার্কিং জোন। এতদিন যেখানে হকাররা ছড়িয়ে ছিটিয়ে বসতেন সেখানে আজ থেকে শুরু হয়ে গেল পার্কিং জোন। কাঁচরাপাড়া স্টেশন রোডে সাইকেল অথবা গাড়ি রাখলে দিতে হবে মূল্য। সাইকেলের জন্য ধার্য করা হয়েছে ৫ টাকা এবং গাড়ির জন্য দশ টাকা। যাত্রীবাহী চারচাকা বাহন রাখার জন্য দিতে হবে ২০ টাকা।
এই পার্কিং জোন চালু হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি অঞ্চলের ব্যবসায়ীরা। শুধু ব্যবসায়ীরাই নন,সাধারণ মানুষ এতে অত্যন্ত খুশি। কারণ এতদিন পর্যন্ত যে যার ইচ্ছা মতো যেখানে সেখানে সাইকেল,গাড়ি ইত্যাদি পার্কিং করে চলে যেত।
যার ফলে এপার ওপার করতে সাধারণ মানুষকে অনেকটা ঘুরপথে যেতে হতো। এমনও হতো যারা কলকাতায় গিয়ে কাজ করেন তারা সকালে ওই অঞ্চলে গাড়ি পার্কিং করে রাতে এসে নিয়ে যেতেন। তবে এখন আর তা হবে না। কারণ এখন হিসেব হবে ঘন্টায়।। তবে অঞ্চলের ব্যবসায়ী এবং তাদের কর্মচারীদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে?