অবতক খবর,১ জুলাই: আজ জাতীয় চিকিৎসক দিবস। স্বাধীনোত্তর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুদিন। এই দিনটিকে স্মরণ এবং শ্রদ্ধা জ্ঞাপন করে ১৫ নং ওয়ার্ডের পক্ষ থেকে পূর্বতন কাউন্সিলর অলোকময় লাহিড়ী চিকিৎসকদের সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধিত হন ডাঃ জয়দীপ বাগচী, ডাঃ অরুণ সিনহা, ডাঃ গোস্বামী, ডাঃ জি.কে সাহা, ডাঃ শ্যামল শর্মা এবং ডাঃ সঞ্জয় দত্ত। এই করোনা পরিস্থিতিতে তারা যেভাবে জনসংযোগ রক্ষা করছেন সেই জন্য আলোকময় লাহিড়ী তাঁদের প্রশংসা করেন এবং তাদের হাতে পুষ্পস্তবক ও মিষ্টির প্যাকেট তুলে দেন।