অবতক খবর,২৪ মার্চ: ১ নং ইউনিটের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে এই লকডাউন পিরিওডে ২৩ মার্চ তারিখ থেকে ২৭ মার্চ পর্যন্ত নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিলেন। পুলিশ জানিয়েছে তাদের এটা একটি ভালো উদ্যোগ। তারা ব্যবসায়ীদের সহযোগিতা চাইছিলেন। ব্যবসায়ীরা এই উদ্যোগ নিয়েছেন বলে তারা ব্যবসায়ীদের ধন্যবাদ জানাচ্ছেন।
১ নং ইউনিটের সম্পাদক কানু মজুমদার জানান, ম পাঁচজন করে এক একটা কমিটি গঠিত হয়েছে। এক এক দিন রাত্রে এক একটি কমিটি ১ নং ইউনিটের নিরাপত্তায় নজরদারি রাখবেন। নিরাপত্তা বলতে বলা হচ্ছে, এই যে রাস্তা শুনশান, এই যে অবস্থার সময় দোকানপাটে চুরি হয়ে যেতে পারে। কারণ দুর্বৃত্ত,তস্করেরা এই সুযোগটাই খোঁজে।আর এই অঞ্চলে নিশি চোরের সংখ্যাও কম নয়। ফলত তারা নিজেরাই দায়িত্ব হাতে তুলে নিয়েছেন। প্রথম দিন স্বয়ং যুগ্ম সম্পাদক কানু মজুমদার-দুলাল পোদ্দার, যুগ্মক্যাশিয়ার রাজেশ পোদ্দার- শঙ্করদাস,সহ সম্পাদক অনুপ চন্দ্রা— এরা রাত পাহারা দেন।
আজ অন্য এক কমিটি দায়িত্ব নিয়েছেন তারা রাত পাহারা দেবেন।