অবতক খবর,১ ফেব্রুয়ারি: কাঁচরাপাড়া ২ নং ওয়ার্ডে বিবেকানন্দ চেতনা সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হল। করোনাকাল এবং লকডাউনের কারণে মানুষ যেভাবে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন বা এখনও বিচ্ছিন্ন হয়ে রয়েছেন, সেই কথা মাথায় রেখে এটি মানুষে মানুষে একটি পুনর্মিলন উৎসব বলা চলে। কাঁচরাপাড়া দুই নম্বর ওয়ার্ড জিরাফ মাঠে এই উৎসব বা মেলার আয়োজন করা হয়েছে। আজ এই উৎসবের শুভ উদ্বোধন হয় এবং আগামী ১১ দিন ধরে চলবে এই উৎসব। এই উৎসবে আট থেকে আশি সকলের বিনোদনের ব্যবস্থা রয়েছে। আর এই উৎসবের মূল উদ্যোক্তা অঞ্চলের সমাজসেবী গৌরব দে সরকার।

আজ এই উৎসবের শুভ উদ্বোধন করেন বীজপুর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার পৌর প্রশাসক সুদামা রায়, তৃণমূল নেত্রী আলোরানি সরকার,দিলীপ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

এ প্রসঙ্গে মূল উদ্যোক্তা গৌরব বাবু বলেন, “এই করোনাকাল মানুষের অনেক কিছু কেড়ে নিয়েছে। অনেকে কাজ হারিয়েছেন,অনেকের প্রাণহানি হয়েছে, অনেকে মানসিকভাবে বিধ্বস্ত হয়েছেন,প্রচুর গরীব খেটে খাওয়া মানুষ অন্নসংস্থান করতে পারেননি,আর সবথেকে বড় বিষয় হলো মানুষের একে অপরের থেকে তৈরি হয়েছে দূরত্ব। সেটা শারীরিক হোক অথবা মানসিক,দূরত্ব কিন্তু একটা তৈরি হয়েছে। মানুষে মানুষে এই যে মানসিক দূরত্ব সেটা যাতে দূর হয় সেই কারণেই এই উৎসবের আয়োজন আমরা করেছি। এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবেন, উৎসবের আনন্দ উপভোগ করবেন এবং মানুষের যে একটা মানসিক দূরত্ব সেটাও দূর হবে বলে আমি মনে করছি।”