অবতক খবর,১৭ অক্টোবর: গতকাল রাত ৯টা নাগাদ কাঁচরাপাড়া ৩ নং ওয়ার্ডের নবীনপল্লী এলাকার‌ একটি বাড়িতে হঠাৎই আগুন লাগে। আগুন দেখে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। তড়িঘড়ি তারা খবর দেন দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে দ্রুত সেই আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন ছড়িয়ে পড়েনি।

দমকল আধিকারিকরা জানান,গ্যাস সিলিন্ডার লিক করেই এই আগুন লেগেছে। তারা সেই সিলিন্ডারটিকে দ্রুত বের করে আনেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডারটি যদি ফাটত তবে আগুন অনেক ছড়িয়ে যেত এবং আশেপাশের বাড়িঘর প্রচুর ক্ষতিগ্রস্ত হত।