অবতক খবর,১২ নভেম্বর: শোভা সিং কাঁচরাপাড়া অঞ্চলের একজন সুপরিচিত কংগ্রেস নেতা ছিলেন। সেই স্বাধীনতার সময়কাল থেকেই তিনি কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সেই সময় থেকেই তিনি সক্রিয় ছিলেন অন্যান্য কংগ্রেস নেতাদের সঙ্গে। ৬ নং ওয়ার্ডে তিনি থাকতেন। তাঁর বাড়ি সংলগ্ন যে পুকুরটি সেটি শোভা সিংয়ের পুকুর নামে সুপরিচিত। এই অঞ্চলের মানুষরা যেকোনো মাঙ্গলিক কার্যে সেখান থেকে জল আনতে যান।
একসময়ে সে পুকুরে মানুষজনেরা স্নান করত কিন্তু তাতে কঠোর বিধিনিষেধ ছিল। সেই পুকুরে কোনমতেই কাপড় কাচতে দিতেন না শোভা সিং। জল যাতে দূষিত না হয় সেইদিকে তাঁর অত্যন্ত নজরদারি ছিল। বিশেষ করে শিশু নাবালক কিশোররা স্নান করতে এলে তিনি বাধা দিতেন। কারণ তিনি তাদের নিরাপত্তার বিষয়টি বুঝতেন।
এই উল্লেখযোগ্য পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে। রাতের অন্ধকারে রাবিশ এখানে ফেলে ফেলে প্রায় বুজিয়ে ফেলা হয়েছে। এটি প্রায় ১০-১২ কাঠার পুকুর।এই পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে।
এটি শহরের কেন্দ্রীয় অঞ্চলের একটি পুকুর যা এখনও সজীব রয়েছে। দমকলকর্মীরা এখান থেকে জল সংগ্রহ করতেন একসময়ে। পুকুরটি অবৈধভাবে ভরাট হবার কারণে এলাকাবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ। কারণ শহরের কেন্দ্রীয় অঞ্চলে এই একটি ছোট্ট পুকুর রয়েছে। তারা এই পুকুরটিতে বিভিন্ন রকমের মাঙ্গলিক কাজকর্ম করে থাকেন। এই পুকুরটি ভরাট হয়ে গেলে সামাজিক ও লৌকিক ক্রিয়াকর্ম বাধাপ্রাপ্ত হবে।