অবতক খবর,২৯ মার্চ: কাঁথিতে উত্তেজনা কৃষি সমবায় ব্যাংকের ভোট ঘিরে। পরিচয় হীন ভোটার ঢোকানো ঘিরে বচসা। এই পরিস্থিতিতে বচষায় জড়ান রামনগরের বিধায়ক অখিল গিরি।
আহত হয়ে বালিসাই হাসপাতালে ভর্তি এখন।
তৃণমূল সূত্রে দাবি ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছিল পুলিশ,কারণ তাদের কাছে অরিজিনাল কোনো ডকুমেন্টস ছিলনা,তবে ব্যাংক থেকে দেওয়া ভোটার স্লিপ ছিল,তাদের ঢোকাতে গেলে বচসা শুরু হয় পুলিশের হাতে।সেখানে পুলিশের হাতেই হেনস্থার শিকার হতে হয় রমনগরের বিধায়ককে এমনটাই অভিযোগ