অবতক খবর,৩১ আগস্টঃ আজ গণেশ চতুর্থী! এই শুভঃ গনেশ চতুর্থীতে মেতে ওঠেন মুম্বাই থেকে শুরু করে মেদিনীপুরের কাঁথির ব্যবসায়ীগণ। তাই সকল ব্যবসায়ী মিলে গণেশ পূজার দিনটিকে বিশেষভাবে পালন করে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে কয়েকজন সমাজসেবী ও ব্যবসায়ীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণেশ পুজোর।

এদিন সকাল ১০ টায় কাঁথি রাখাল চন্দ্র বিদ্যাপীঠ সামনে বিশিষ্ঠ গণেশ ভক্ত সমাজ প্রেমীক মানুষগণদের উদ্ব্যোগে গনেশ পুজোর শুভ উদ্বোধন করেন পশ্চিম বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ প্রেমীক রমেন ধাউড়িয়া, রঘুনাথ ভুঁইয়া, চন্দ্র শেখর মণ্ডল, ধীরেন্দ্রনাথ পাত্র ঘণশ্যামলা দাস, বনশ্রী মাইতি, কাউন্সিলার সুশীল দাস, তাপস দলই, নিতু দেব সহ বিশিষ্ঠ মানুষগণ। পুজোর শেষে এলাকাবাসীকে লাড্ডু বিতরণ করেন।