অবতক খবর,৯ নভেম্বর: কাঁপা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমপাড়া একটি প্রমোটিংয়ের কাজ চলছে। এই প্রমোটিংয়ের কাজ করছেন অজয় দাস। তার পিতার নাম অনুকুল দাস। অভিযোগে স্থানীয় অধিবাসীরা এদের নাম উল্লেখ করেন। ওই অঞ্চলের শেষ প্রান্তে মথুরা বিল রয়েছে। এটি সুপরিচিত প একটি বিল সকলেই জানেন। ‌এই প্রমোটিং এর কাজে মাটি কাটার জন্য চেনওয়ালা জেসিবি মেশিন ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ফলে ওই রাস্তা ভেঙ্গে যায় এবং ব্যাপক ধস নামে।

ব্যক্তিগত স্বার্থে কেন এই সরকারি সম্পত্তি এবং অঞ্চলের মানুষকে সমস্যায় ফেলে রাস্তাটি ভাঙ্গা হলো, এতে ওই অঞ্চলের অধিবাসীরা অত্যন্ত ক্ষুব্ধ।

তারা অভিযোগ করে বলেছেন, কি করে এটা সম্ভব? তারা জানান এই অঞ্চলের পঞ্চায়েত প্রতিনিধি রবি নিয়োগী এবং তিনি নিজেই পঞ্চায়েত প্রধান। তিনি এই অঞ্চলে প্রতিনিধি থাকা সত্ত্বেও কি করে এমন ঘটনা ঘটলো এবং এই জেসিবি মেশিন সেখানে নিয়ে যাওয়ার অনুমতি দিল কে? এ ব্যাপারে পঞ্চায়েত অফিসে অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও পঞ্চায়েতের তরফে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিশাল মাপের এই চেনলাগানো জেসিবি মেশিন ওই সংকীর্ণ রাস্তায় ঢোকার ফলে স্বাভাবিকভাবেই রাস্তা ভেঙে গেছে। এই রাস্তা নির্মাণ করবে কে?

স্থানীয়দের অভিযোগ, এই যে রাস্তা ভাঙচুর করে দেওয়া হল, আবার টেন্ডার দেওয়া হবে, আবার এই রাস্তা তৈরি হবে,আবার কামাই হবে। তারও কি একটি ব্যবস্থা করে দেওয়া হলো কিনা এ ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে।