অবতক খবর,২১ নভেম্বর: ১৮ নভেম্বর সোমবার রাত ৮:৩০ মিনিটে নিউ বারাকপুর স্টেশনে ২নং প্লাটফর্ম থেকে ট্রেনে উঠতে গিয়ে ষোলো বছরের এক কিশোর পা পিছলে পড়ে যায়। দুর্ঘটনায় তার দুটো পায়ের গোড়ালির কাছ থেকে নিচের অংশটুকু কেটে ঝুলতে থাকে। প্রচুর রক্তক্ষরণে এবং ঘটনার আকস্মিকতায় অসহায় কিশোরটি পথচলতি মানুষদের শুধু ডাকতে থাকে সাহায্যের জন্য।
দুর্ঘটনায় পথচলতি মানুষের ভিড় জমতে থাকে। কিন্তু কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি। ঘটনাস্থলের অদূরেই ছিলেন নিউ বারাকপুর পুরসভার ১২নং ওয়ার্ডের পুর প্রতিনিধি সুদীপ ঘোষ। দুর্ঘটনার খবর শুনেই চটজলদি ঘটনাস্থলে পৌঁছে যান এবং সঙ্গে সঙ্গে খবর দেন নিউ বারাকপুর থানার বড় বাবুকে। যদিও ঘটনাস্থল রেল পুলিশের সীমানাভুক্ত। কিন্তু গুরুতর ভাবে আহত ছেলেটির প্রাণ সংশয়ের কথা মনে করে থানার বড় বাবু থানার অফিসার ও ফোর্স কে ঘটনাস্থলে পাঠিয়ে দেন এবং নির্দেশ দেন যত শীঘ্র সম্ভব কিশোরটি কে কোন ভালো হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করবার জন্য। প্রাণের থেকে নিয়মকানুন বড় নয়।
পুর প্রতিনিধি সুদীপ ঘোষ দ্রুত একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করেন এবং ক্ষতস্থান ঢাকার জন্য বেশ কিছু গামছা জড়িয়ে এ প্রাথমিক চিকিৎসার জন্য কিছু অর্থ সাহায্য করেন এবং অ্যাম্বুলেন্স চালককে বলা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। পরে খবর দেওয়া হয় রেল স্টেশন মাস্টার, আরপিএফ, জিআরপিএফ, এবং কিশোরটির পরিবারের মানুষ দের।
যাই হোক পুর প্রতিনিধির এমন মানবিক দৃষ্টান্তমূলক তৎপরতায় এবং সময় মতো হাসপাতালে পৌছাতে পারার জন্য প্রাণে বাঁচল একটি ষোলো বছরের কিশোর। পুলিশ জানিয়েছে ছেলেটির নাম তুহিন সেন। বাবা সুজিত সেন।বাড়ি দত্তপুকুর সুভাষপল্লী বি আর দাশপাড়াতে।