আজ কেন যেন মনে হল একটু বৃষ্টিকথা লিখি।
শেষবেলায় এসে বৃষ্টি তোকে মনে পড়ে।
কাগজের নৌকো
তমাল সাহা
মনে পড়ে কি তোর
সেই কৈশোরে বারি ঝরে!
তুই আমি পরস্পরে
হাঁটুডোবা জলে ভাসিয়েছি
কাগজের নৌকো।
বৃষ্টিতে ভিজে ভিজে একসা
তুই এখন আমার
কেউ কি হস গো ?
ভালোবাসার বীজ বুনেছি আমরা,
সে শুধু বৃষ্টি জানে।
তারুণ্য কাছে এলে কত কথা,
ফিসফিস কানে কানে।
মনে পড়ে তোর রবীন্দ্র সদন!
বৃষ্টি ভেজা শরীর নিয়ে
কতসব অস্ফুট বাঙ্ময়তা
তুই আর আমি।
জলছুঁই আশ্রয় চায়
আরো কারা যেন
আমাদের মতই পথগামী।
মনে কি পড়ে তোর!
তখন অন্যরকম বারিস্নান।
প্রান্তিকবেলায় সেইসব স্মৃতি
ভেসে ওঠে অম্লান।