অবতক খবর,৭ সেপ্টেম্বর,ধূপগুড়ি,জলপাইগুড়ি: কাজের তাগিদেই ভিনরাজ্যে পাড়ি দিতে গিয়ে মৃত্যু যুবকের। মৃতের নাম অঙ্কুরজ্যোতি গগৈ,বয়স আনুমানিক ২১ বছর। মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা। ধূপগুড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকার ঘটনা।

জানা গেছে, আসামের লক্ষিমপুর জেলার বাসিন্দা ছয় যুবক গত বছর লকডাউনে বাড়ি ফেরেন। এরপর বাড়িতে ফিরে সেরকম কাজকর্ম না থাকায় করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই ফের ভিনরাজ্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন। সেইমতো ডাউন গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে গতকাল উঠেছিলেন তারা। মাঝে ট্রেনের পেন্টিকারে থাকা যুবকদের সাথে বচসা হয়। এরপর ধূপগুড়ি রেলস্টেশন পার হতেই ট্রেন থেকে পড়ে মৃত্যু হয় অঙ্কুরজ্যোতির। এরপর তার সাথে থাকা বন্ধুরা ট্রেনের চেন টানলে ট্রেন দাড়িয়ে পরে। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আরপিএফ ও রেলের আধিকারিকরা।

এদিকে মৃতের সাথে থাকা যুবকদের দাবি, হয়তো ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে অঙ্কুরকে। যেকারণে মৃত্যু হয়েছে তার।
ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ।