অবতক খবর,৮ নভেম্বর: কাজের দাবিতে বিক্ষোভ দেখাতে শুর করল চোপড়ার আসিনা চা বাগানের শ্রমিকরা। এদিন দুপুরে আসিনা চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের অভিযোগ মালিকপক্ষ চা বাগান বিক্রি করে পালিয়ে গেছে এমনটাই অভিযোগ তুলেছেন শ্রমিকরা। এ খবর জানাজানি হতেই চোপড়া আসিনা চা বাগানের শ্রমিকরা আন্দোলনে নেমে পড়েন। চা বাগান বিক্রির ফলে অনেকেই কাজ হারিয়ে ফেলেছেন বলে জানা গেছে। এবং কাজের দাবিতে সোমবার দুপুরে বাগানের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে চা বাগানের শ্রমিকরা ।
তাদের দাবি দ্রুত তাদের কাজে ফেরানো হোক। যদি পুরনো মালিক বাগান বিক্রি করে চলে যায় তাহলে নতুন মালিকের সাথে পরিচয় করিয়ে তাদের পুনরায় কাজে যুক্ত করা হোক এমনটাই দাবি তুলেছেন চা বাগানের শ্রমিকরা। এবং তাদের দাবি পূরণ না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুমকিও দিয়েছেন। অন্যদিকে চা বাগান ম্যানেজার সহিদ ফারুক জানিয়েছেন, বাগন মালিকের সাথে কথা হলো তিনি বাগান বিক্রি করেন নি। এবং মালিক পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি বাগান বিক্রি করেননি। এবং শ্রমিকরা যদি কাজ করে তাহলে এই মালিক শ্রমিকদের মজুরি দিবেন বলে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন।