অবতক খবর,বালুরঘাট,২২ অক্টোবর: কাঠামো পুজোর মধ্য দিয়ে এবারের বোল্লা রক্ষাকালীর পুজোর শুভ সূচনা হল শুক্রবার। আজ সকালে মন্দির সংলগ্ন পুকুর থেকে বিসর্জন দেওয়া বোল্লা রক্ষাকালীর কাঠামো তোলা হয় এবং তা দুধ দিয়ে পরিশোধন করা হয়। এরপর কাঠামো পুজো করেন পুরোহিত অরূপ চক্রবর্তী। কাঠামো পুজোর এক সপ্তাহ পরে প্রতিমা তৈরীর কাজ শুরু করেন মৃৎশিল্পী।
প্রসঙ্গত, উত্তরবঙ্গের মধ্যে বৃহৎ পুজো গুলির মধ্যে অন্যতম বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েত এলাকার বোল্লা রক্ষা কালী মাতার পূজা। প্রত্যেক বছর রাস পূর্ণিমার পরের শুক্রবার বোল্লা রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়। শুধুমাত্র পুজো নয় পুজোর চারদিন বিশাল মেলা বসে মন্দির চত্বরে। তবে অন্যান্যবারের মতো এবার বড় করে পুজো ও মেলা হবে কিনা তা এখনই বলা সম্ভব নয়। কারণ কোরোনা আবহের জেরে বড় ধর্মীয় অনুষ্ঠান নিয়ে উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার ও জেলা প্রশাসন।