আজকের দিনের কবিতা
কাপালিক
তমাল সাহা
আগেই বলি এসব কোন কবিতা নয়
এসব লিখলে কবিতার নিন্দে মন্দ হয়।
ক্ষমা চেয়ে আগেভাগেই লিখি
শেখার শেষ নেই, এখনো কবিতা লেখা শিখি।
দুটি কাগজ—
একটি সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণির বাংলা দৈনিক
অন্যটি রাজনৈতিক সংবাদও আপডেট খবরে নাম্বার ওয়ান।
দুটি কাগজই শাক দিয়ে মাছ ঢাকা
রাষ্ট্রীয় দারোয়ান।
সরকারি বিজ্ঞাপনে প্রচুর টাকা কামায়
প্রায় কোটি কোটি।
এসবের কোনো খবর নেই—
জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে একের পর একটি।
দুটি বাংলা কাগজে ১৫ জানুয়ারি’২২ একই শিরোনাম, প্রায় কাছাকাছি।
সাগরস্নানে বিধি জলাঞ্জলি– বোঝা গেল তুই কাগজ মুই কাগজ পাশাপাশি আছি।
বিধি তো জলাঞ্জলি! হাইকোর্টের রইলো কি মান?নির্দেশনামা পদদলিত এবার ন্যায়াধীশের কি ফরমান! আমি বলছি না
হাইকোর্ট বিকৃত ন বিক্রিত
জনগণ বলুক, এটা স্বীকৃত না অস্বীকৃত?
ক্ষমতা হাতে পেলে মুখে গণতন্ত্রের বুলি।
গঙ্গাসাগরের কাপালিক আমি–
কপালকুণ্ডলে! বলে হাঁকি, নবকুমারকে দেব বলি।