অবতক খবর,১০ জুলাই: রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেভ লাইভ সেফ ড্রাইভ সচেতনতার উপর বিভিন্ন পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়ার ফলে পথ দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা কমেছে।

আজ কাঁপা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে হালিশহর জ্ঞান জ্যোতি পাবলিক স্কুলে সেভ লাইফ সেফ ড্রাইভ এর ওপর এক সচেতনতা শিবিরের আয়োজন করা হলো। এই সচেতনতা শিবিরে স্কুলের ছাত্র-ছাত্রীরা ছাড়াও স্কুলের প্রিন্সিপাল সৈকত চক্রবর্তী, ট্রাফিক ইন্সপেক্টর নর্থ কুতুবদ্দিন বখতিয়া, কাপা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ হিতুলাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

এই সচেতনতা শিবিরে সমস্ত বক্তাই রাস্তায় কি করে নিয়ম মেনে গাড়ি চালানো উচিত তা নিয়ে সবিস্তারে আলোচনা করতে দেখা গেল ।