অবতক খবর,২৯ সেপ্টেম্বর: আজ বুধবার 29 শে সেপ্টেম্বর বালুরঘাটের একটি বেসরকারি সভাগৃহে কামতাপুরী পিপলস পার্টি( ইউনাইটেড) এর একটি বিশেষ সভা আয়োজিত হয়। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে প্রায় 50 জন রাজবংশী সম্প্রদায়ের মানুষ কামতাপুরী পিপলস পার্টি( ইউনাইটেড) যোগদান করেন। আজ এই সভা থেকেইসংগঠনের পক্ষ থেকে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করবার দাবি তোলে সংগঠনের সদস্যরা।পাশাপাশি সংগঠনের জেলা সভাপতি আজ সম্প্রতি উত্তরবঙ্গ ভাগ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক সম্পর্কে তার বক্তব্য জানতে গিয়ে বলেন আমাদের আলাদা রাজ্যের দাবি নিয়ে যারা আন্দোলন করবে তাদেরই আমরা সমর্থন করবো। এখন দেখার বিষয়এই সংগঠনের তোলা আলাদা রাজ্যের দাবি এখন রাজ্য রাজনীতিতে কতটা প্রভাব ফেলে।