অবতক খবর ,১১ মার্চ: মদন মিত্রর কথার উত্তরে অর্জুন সিংয়ের দাবি আমি প্রতিদিন কামারহাটির রাস্তা দিয়ে যাতায়াত করি। কবে কোথায় যেতে হবে বলে দিক, কামারহাটি কেন ভবানীপুর যেতে বললে সেখানেই যাব । আর অমি যদি চাই তাহলে ওর ডান দিকে বাম দিকে যারা থাকে তারাই ওকে মারবে ।আর পুলিশ এর কথা এর আগেও ও বলেছে ।

আর যে বলছে বিজেপির চামড়া গুটিয়ে দেবে সে সিপিআইএম জামানায় কোথায় ছিল। আমাকেই সেই সময় সব করতে হতো। আর যে নেতার ভরসায় এই সব কথা বলছে সে আড়াই বছর জেলে ছিল আবার আড়াই বছর জেলে যাবে। প্রতিটা মানুষ তার ছেলে মেয়েকে ভাল বানাতে চায় সে যেমন থাকুক। কিন্ত মদন মিত্র তার ছেলেকে তোলাবাজ তৈরি করেছে।