অবতক খবর ,সংবাদদাতা , বর্ধমান :- আবারো কার্জন গেট একটি পোস্টার লাগানো কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শহর বর্ধমানে । তবে এবারে কোন বিজেপি নেতার নয়, তৃণমূলের নেতা মোঃ মুক্তার মিয়া, তার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে বর্ধমান বাবুরবাগ পাশাপাশি বর্ধমান কার্জনগেটে ।

এই পোস্টারে বাবুরবাগ পুকুর ভরাট কে কেন্দ্র করে নানান রকম মন্তব্য তুলে ধরা হয়, তবে এই বিষয়ে মোঃ মুক্তার মিয়া জানান পুরোপুরি সাজানো-গুছানো গল্প ।

কিছু মানুষ রয়েছে বাবুরবাগ এলাকায় লাফালাফি দাপাদাপি করে  , এবং  তারা নিজে দাঁড়িয়ে থেকে প্রচুর বেআইনি কাজ করেছেন,তারাই বদনাম করার চেষ্টা করছে অথচ নিজেরাই এখানে পুকুর বুঝিয়েছে, এবং আমাকে দোষারোপ করছে, তবে এই এলাকার মানুষ আমাকে অনেকটাই ভালবাসে এবং নতুন একটি পার্টি অফিসে করেছি ।

প্রচুর যুবক আমার কাছে আসছে এবং এলাকার মানুষ আমাকে চাইছে সেই কারণেই এরকম একটি মন্তব্য করা হয়েছে আমার বিরুদ্ধে । তবে হ্যাঁ সত্যি পুকুর তো বোঝানো হচ্ছে , তবে ওই পুকুর বোঝানোর মূল কান্ডারী আমি নয় অন্য কেউ, জানিয়েছেন তৃণমূলের নেতা মুক্তার মিয়া ।

কিন্তু যেহেতু পোস্টার কে সাঁটিয়েছে সেই বিষয়ে জানেন না বলে কোন নাম মন্তব্য করতে চাননি তৃণমূলের নেতা মোঃ মুক্তার মিয়া ।