অবতক খবর,১ মে,কাকদ্বীপ: হাঁসফাঁস করা অস্বস্তিকর গরমের হাত থেকে রক্ষা দক্ষিণবঙ্গের মানুষ। সপ্তাহের শেষ দিনে শনিবার বিকেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে স্বস্তির বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় শনিবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কালবৈশাখী দাপট। সন্ধ্যায় হঠাৎই আকাশ ঘন কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ো হাওয়ার দাপট। কালবৈশাখী ঝড়ে দাপটের জেরে লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা উপকূলীয় এলাকা গুলি। কালবৈশাখী ঝড়ের দাপটে জেরে মুড়িগঙ্গা নদীতে উল্টে যায়”এমভি সুচিত্রা”নামের একটি লঞ্চ। পুলিশি তৎপরতায় উদ্ধার লঞ্চের চালক সহ তিনজন কর্মীদের।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ 24 পরগণা কাকদ্বীপের লট নম্বর আটে জেটিতে নোঙ্গর করে ছিল”এমভি সুচিত্রা” নামে একটি লঞ্চ। হঠাৎই কালবৈশাখী ঝড়ো হাওয়ার দাপটের জেরে জেটিতে ধাক্কা লেগে উল্টে ডুবে যাওয়া লঞ্চটি। সাহায্যের জন্য লঞ্চের চালক সহ কর্মীরা চিৎকার শুরু করে দেয়। স্থানীয় এলাকাবাসীরা লঞ্চে থাকা কর্মীদের চিৎকার শুনে ছুটে আসে ঘটনাস্থলে।

এরপর খবর দেয়া হয় হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশকে। ঘটনাস্থলে সময় বিলম্ব না করে ছুটে আসে হারউড পয়েন্ট থানার পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ থেকে চালকসহ ৩ জনকে নিরাপদে উদ্ধার করে হারুড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ। প্রাথমিক চিকিৎসার জন্য লঞ্চের কর্মীদের নিয়ে যাওয়া হয় কাকদ্বীপ মহকুমার হাসপাতালে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে পারাতে খুশি লঞ্চ সার্ভিসের কর্মীরা।