অবতক খবর,১০ সেপ্টেম্বর,জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অধীন কালিয়াগঞ্জ বাজারে বিধ্বংসী আগুন লাগে বৃহস্পতিবার আনুমানিক রাত আট’টা নাগাদ।

স্থানীয় সূত্রে খবর,আজ কালিয়াগঞ্জ বাজার বন্ধ ছিল। কি কারণে আগুন লাগল তা বুঝতে পারছেন না এলাকার মানুষ। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এই অগ্নিকাণ্ডকে ঘিরে। জলপাইগুড়ি শিলিগুড়ি বাইপাস রাস্তা বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। বহু দূর পাল্লার গাড়ি আটকে পড়েছিলো এই কারণে। দমকলের গাড়ি আসার আগেই স্থানীয়রা আগুন নেভানোতে হাত লাগায়। কিভাবে এই আগুন লাগল তা এখনো জানা যায়নি। স্থানীয় মানুষের ধারণা, শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছেন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এলাকার মানুষ ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় কিছুক্ষণ।