অবতক খবর, উত্তর দিনাজপুরঃ সারা বাংলার পাশাপাশি একই দিনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে “বাংলা গর্ব মমতা” অনুষ্ঠানটির সূভ সূচনা হল শনিবার কালিয়াগঞ্জের নজমূ নাট্য নিকেতনে। এই প্রকল্প তৃণমূল কংগ্রেসের ৭৫ দিন ব্যাপী একটি নিবিড় জনসংযোগ কর্মসূচী। ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত এই কর্মসূচী চলবে।

এই কর্মসূচীতে কালিয়াগঞ্জের বিধায়ক তপণ দেবসিংহ ভারতের সংবিধান পাঠের মধ্যদিয়ে “বাংলা গর্ব মমতা “কর্মসূচী পালন করা হয়। বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ,পুরসভার পুরপ্রধান তথা শহর তৃণমূল সভাপতি কার্তিক চন্দ্র পাল,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য,যুব তৃণমূল সভাপতি গৌতম পাল সহ তৃণমূল মূল নেতৃত্ব। ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচীকে ঘিড়ে তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ ছিল চোখে দেখার মতো।