অবতক খবর, উত্তর দিনাজপুরঃ সম্ভবত মার্চের তিন তারিখ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ প্রশাসনিক রিভিউ মিটিং করতে আসছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর আগমন বার্তা মিলতেই আসরে নেমেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
এবারে কালিয়াগঞ্জে প্রশাসনিক রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী। তা আগেই জানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। নভেম্বর মাসে কালিয়াগঞ্জ বিধানসভা উপ নির্বাচনে তৃনমুলের জয়ে খুশি হয়ে মুখ্যমন্ত্রী নিজেই কালিয়াগঞ্জে আসবেন জানিয়েছিলেন। সেই আগমনের বার্তা এদিন জানানো হল।
কালিয়াগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সভা হবে কলেজ ময়দানে। প্রশাসনিক রিভিউ মিটিং হতে পারে নজমু নাট্য নিকেতন মঞ্চে। এমনি ভাবনা চিন্তা প্রশাসনের। চুড়ান্ত সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র মিললে। কলেজ ময়দানকে সভাস্হল হিসেবে সামনে রেখে এদিন জেলা প্রশাসনের শীর্ষকর্তারা সভাস্থল পরিদর্শন করেন।
জেলাশাসক অরবিন্দ কুমার মিনা ও রায়গঞ্জ এবং ইসলামপুর পুলিশ জেলার দুই এসপি সুমিত কুমার ও শচীন মক্কর ছারাও এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ছিলেন মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ। কালিয়াগঞ্জের পুরপ্রধান কার্তিক পাল, ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্য, বিডিও প্রসুন কুমার ধারা সহ পুলিশের ডিএসপি সহ অন্যান্যরা। এদিন কলেজ ময়দান পরিদর্শন শেষে জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। মুখ্যমন্ত্রীর আসার কথা জানাজানি হতে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।