অবতক খবর, উত্তর দিনাজপুরঃ বিশ্বের যাহা কিছু সৃষ্টি তা সবই নারীর কল্যানেই। নারীই হল সমাজের প্রধান শক্তি। প্রাচীন কালের লোপামুদ্রা থেকে শুরু করে ঝাঁসির রানি লক্ষ্মীবাই, স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরা কিংবা প্রীতিলতা ওয়াদ্দেদার, বর্তমানকালের ইন্দিরা গান্ধী থেকে শুরু করে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির প্রেক্ষিতে লড়াই এর ডাক দিল উত্তর দিনাজপুরের ভান্ডার গ্রামের বাসিন্দারা ।
রবিবার ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম ” ভান্ডার ” গ্রামের তৃণমূল কংগ্রেস কর্মীরা এলাকার বয়স্কা মহিলাদের সন্মানিত করলেন। গ্রামের ২৫ জন বয়স্কা মহিলাদের হাতে পুষ্পস্তবক, মিষ্টি দিয়ে তাদের উত্তরীয় পড়িয়ে দিয়ে বিশেষভাবে সন্মানিত করল কালিয়াগঞ্জ ব্লকের ভাণ্ডার তৃণমূল অঞ্চল কমিটির সদস্যরা। গ্রামের অনেকেই হয়তো আন্তর্জাতিক নারী দিবসের নিগুঢ় তত্ব জানেন না, তবুও গ্রামের এই অশীতিপর বৃদ্ধা মায়েরা গ্রামেরই যুবকদের কাছে এধরনের সন্মানে ভূষিত হয়ে আপ্লুত হয়ে পড়েছেন। সমাজে নারীদের কি ভূমিকা এবং নারীদের প্রতি সন্মান দেওয়ার বার্তা দিতেই এমনই উদ্যোগ বলে জানিয়েছেন ভান্ডার তৃণমূল বুথ কমিটির সভাপতি প্রবোধ দেবশর্মা।