অবতক খবর,২৮ অক্টোবর: সাধারণত সাধারণ মানুষ বিভিন্ন সময়ে খোলা বাজারে নানা ধরণের সামগ্রী ক্রয় করে থাকেন।কিন্তু কিছু ক্ষত্রে প্রতারিত হয় বহু মানুষ।খোলা বাজারে বিভিন্ন ধরণে সামগ্রী কেনার ক্ষেত্রে যেমন পাশাপাশি আর্থিক লগ্নী সংস্থার কাছে পরে প্রতারিত হয়।
সাধারণ মানুষদের মধ্যে সচেতনা বৃদ্ধি লক্ষ্যে বিভিন্ন সময়ে ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে ম্যাজিকের মাধ্যমে মানুষদের সচেতন করা হয়।কারণ ম্যাজিকের মাধ্যমে সচেতন করলে মানুষের মধ্যে সচেততা বৃদ্ধি পায়।সেই মোতাবেক উত্তর দিনাজপুর জেলার ক্রেতা সুরক্ষা সমিতির উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের বয়রাকালী মন্দির প্রাঙ্গনে ম্যাজেসিয়ানের দ্বারা ম্যাজিকের মাধ্যমে পথ চলিত মানুষদের সহযোগিতা করা হয়।কিভাবে বিভিন্ন কম্পানী কিংবা সংস্থা মানুষদের প্রতারিত করে।ক্রেতা সুরক্ষা দফতরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ