অবতক খবর :: উত্তর দিনাজপুর :: করোনা ভাইরাস মোকাবিলার রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।যাতে রাজ্যের মানুষ করোনা ভাইরাসে আক্রন্ত না হয়।সেই মতাবেক রাজ্য সরকারের উদ্যোগে চলছে সচেতনতা মূলক প্রচার সাউন্ড সিস্টেমের মাধ্যমে।সেই মতাবেক উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে চলছে করোনা ভাইরাস সম্পর্কের উপরে সচেতনতা মূলক প্রচার।হাসপাতালে প্রতিদিন প্রচুর মানুষের সমাগনম হয় চিকিৎসা ক্ষেত্রে।

সেই কারনে কোন ভাবেই করোনা ভাইরাসের সংক্রামক না ছড়ায় সেই কারনে হাসপাতালের নিজেস্ব সাউন্ড সিস্টেমের মধ্য দিয়ে সরকারি ভাবে সচেতনা মূলক প্রচার চালানো হচ্ছে করোনা ভাইরাসের উপরে। হাসপাতাল সুপার প্রকাশ রায় জানান,হাসপাতালে প্রচুর গ্রামগঞ্জ থেকে রোগী ও রোগীর আত্মীয়রা আসেন।তারা করোনা ভাইরাস থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুস্থ রাখা যায় তা সাউন্ড সিস্টেমের মাধ্যমে শোনানো হচ্ছে।তার সাথে হাসপাতালের সামনে পুরসভার সহযোগিতায় একটি জলের ট্যাঙ্কি রাখা ও সাবাই রাখা হয়েছে যাতে সবাই হাসপাতালে ঢোকার আগে হাত ধুয়ে প্রবেশ করবে এবং হাসপাতাল থেকে বের হবার আগে হাত ধূয়ে বের হবে।এর ফলে করোনা ভাইরাসকে আটকানো যাবে বলে জানান হাসপাতাল সুপার প্রকার রায়।হাসপাতালের উদ্যোগে খুশি রোগীর আত্মীয়রা।তারা জানান যেভাবে হাসপাতাল মানুষদের সচেতন করছে তাতে করোনা ভাইরাসকে অনেকটা আটকানো যাবে।